
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪২ এএম
বাঞ্ছারামপুরে কোরবানির চামড়া বিক্রি না করে মাদরাসায় দান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক :
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রথম বারের মত কোরবানির পশুর চামড়া মাদ্রাসার লিল্লাবডিংয়ে দান করা হয়।
নিলামের ডাক পরিচালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব,বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির বিএনপি নেতা মোঃ জাকির হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সহ আরও অনেকে।
এলাকাবাসী সূত্রে জানাযায় বুধাইরকান্দি গ্রাম থেকে ১৫৩ পিস এবং কৃষ্ণনগর ও নতুন হাটি থেকে দুটি চামড়া সংগ্রহ করা হয় মোট ১৫৫ পিছ চামড়া বুধাইরকান্দি মৌলবি বাজারে প্রকাশে উন্মুক্ত নিলামের মাধ্যমে চামড়া বিক্রি করা হয়। এই সময় নিলামে অংশগ্রহণ করেন সাবেক মেম্বার আব্দুল লতিফ,আমির হোসেন সিকদার, মোঃ মানিক মিয়া সরকার,মোসলেউদ্দিন,মোঃফরিদ মিয়া। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে প্রতি পিছ চামড়া ৬০০ টাকা ধরে ক্রয় করেন ফরিদ মিয়া ও ইউসুফ মিয়া। তিরানব্বই হাজার টাকা বিক্রি করে দুটি মাদ্রাসার এতিমখানায় বন্টন করেন গ্রামবাসী।বুধাইর কান্দি রহমানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এতিমখানায় চামড়া বিক্রির ৬০% হিসেব করে পঞ্চান্ন হাজার আটশত টাকা মাদ্রাসার সাধারণ সম্পাদক অহিদুর রহমান রতন ও প্রধান শিক্ষক মাওলানা সামছুল হকের কাছে তুলে দেন।প্রকাশ থাকে যে বুধাইর কান্দি কবরস্থান সংলগ্ন তাহেরিয়া সাবেরিয়া কাবেরিয়া গোলাম হোসেন সুন্নিয়া মাদ্রাসায় এতিমখানা চামড়া বিক্রির ৪০% হিসেব করে সাইত্রিশ হাজার দুইশত টাকা মাদ্রাসার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত কিছু দিন যাবৎ ফ্যাক আইডি খুলে মিথ্যা তথ্য সোসালমিডিয়া প্রচার করা হচ্ছে, সঠিক তথ্য জেনে, শুনে বুঝে প্রচার করবেন, আপনার একটি ভুল মন্তব্যের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এ থেকে খারাপ কিছু ঘটে যেতে পারে। ঐতিহ্যবাহী বুধাইর কান্দি গ্রাম, গ্রামের স্বার্থ রক্ষার্থে ঐক্যের কোন বিকল্প নেই,জেনে শুনে মন্তব্য করবেন।