
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১১:৫০ পিএম
নরসিংদীতে ইয়াবাসহ গ্রেপ্তার-১

নরসিংদী প্রতিবেদক:
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:০০ পিএম

ছবি- যুুগের চিন্তা
নরসিংদীতে ৯ হাজার ৭৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক মিয়া(৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ২টি মোবাইলফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার (০৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-১১ নরসিংদী এর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।
এর আগে রবিবার(০৮ জুন) রাতে শিবপুর উপজেলার কারারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চাউরা এলাকার আব্দুল বারিকের ছেলে।
সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, গতকাল গোপন সংবাদের মাধ্যমে র্যাব-১১ জানতে পারি ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে মাদকের একটি বড় চালান নরসিংদীর দিকে আসছে। পরে আমাদের একটি টিম শিবপুর উপজেলার কারারচরের এপেইস ফিলিং স্টেশনের পাশের একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।