
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম
খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, নিহত ২

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:৩১ পিএম
-68468dcfb47c3.jpg)
ছবি: যুগের চিন্তা
খুলনা মহানগরী লবণচরা থানাধীন খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো ৪ জন।
আজ সোমবার (৯ জুন) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
কেএমপির লবণচরা থানার ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন যাত্রী খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিম পাটোয়ারী (১২) নিহত হন। তানজিম চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূরবানী দুর্গাপুর গ্রামের দুলাল পাটোয়ারীর ছেলে। তানজিম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
আর আহতরা হলেন নিহত তানজিমের বড় ভাই মোঃ জিহাদ (২৮), ট্রাকের যাত্রী বরগুনার বামনা থানার মাত্রাখালী গ্রামের চান খায়ের ছেলে জালাল খান, ট্রাকের চালক বাগেরহাটের কচুয়া এলাকার গজালিয়া গ্রামের মোহাম্মদ ইয়াকুবের ছেলে আলামিন এবং ট্রাক এর হেল্পার আল আমিনের ভাই মোঃ ইমন।
স্থানীয়রা জানায় দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।