
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২৪ এএম
ভোলায় পুলিশের অভিযানে মাদকসহ আটক- ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:১৭ পিএম

ছবি: যুগের চিন্তা
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের পৃথক দুটি অভিযানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা, গাঁজাসহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় নগদ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ সোমবার ৯ জুন সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো ট্রলারেন্স নীতি” বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলার ইলিশা এবং সামান্দা ইউনিয়নে পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ লক্ষ ৪১ হাজার ৫ শত টাকা মূল্যের ২৭৪ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং নগদ ১২ হাজার ৮ শত ৪৫ টাকা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত মাদক কারবারী হলেন , ভোলা জেলার সদর উপজেলাধীন সামান্দা ইউনিয়নের সামান্দা গ্রামের বাসিন্দা মোঃ আব্বাস (৩৮)।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।