
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
ঈদের ছুটিতে চিকিৎসকরা, রোগীর সেলাই-ড্রেসিং করছেন ওয়ার্ড বয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি- সংগৃহীত
টানা কয়েকদিনের ঈদের ছুটিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। আর এই সময়ে চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগের ড্রেসিংরুমে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর কেটে যাওয়া হাতের আঙুলে সেলাই ও ড্রেসিং করতে দেখা গেছে কর্মরত ওয়ার্ড বয়কে। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কিংবা স্টাফ নার্স কাউকে দেখা যায়নি।
ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের ড্রেসিংরুমে গিয়ে দেখা গেছে, আউটসোর্সিং কর্মচারী ওয়ার্ড বয় আলমগীর হোসেন গাজীপুরের শ্রীপুরের সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী সোহেল মিয়ার কেটে যাওয়া বাম হাতের আঙুলে সেলাই করছেন। সেলাই শেষে ড্রেসিং করে দেয় ওয়ার্ড বয়।এ সময় ওয়ার্ড বয় আলমগীর হোসেনকে সাংবাদিক পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলে জানান, এরকম ছোটখাটো কাজ তারা অহরহই করে থাকে। আর ঈদের দিন রোগীর চাপ বেশি থাকায় সকাল থেকেই তারা ড্রেসিংরুমে এই কাজ করছে।
অর্থোপেডিকস সার্জারি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডাক্তার সাদমান জানান, ঈদের দিন সকাল থেকেই ব্যাপক রোগীর চাপ ছিল। রোগীর চাপ সামলাতে কর্মচারীদের সহায়তা নেওয়া হয়ে থাকে। সবার সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে জানান তিনি।