
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:১৫ এএম
নালিতাবাড়ীতে ঈদের রাতে ৪০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

শেরপুরে নালিতাবাড়ীতে ঈদের আগের রাতে ৪০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার আড়াই টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।
সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভারত সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের মাদক কারবারি শফিকুল ইসলাম বিক্রয়ের উদ্দেশ্য আমাদানি নিষিদ্ধ ৪০ বোতল ভারতীয় মদ তার বাড়িতে মজুদ করে রেখেছে। এমন সংবাদে শুক্রবার রাত আড়াই টার দিকে তার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার বাড়ির খড়ের গাদার নিচে লোকানো অবস্থায় ৪০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করার পর মাদক কারবারি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান চলমান রয়েছে।