
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৬ জুন) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে এই বস্ত্র বিতরণ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, সাবেক সেনা সদস্য মো: হাবিবুর রহমানসহ প্রমুখ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, কাপড়, গেঞ্জি, প্যান্ট ও লুঙ্গি বিতরণ করা হয়। শিশুদের মাঝে কাপড় বিতরণের আগে চিপস ও চকোলেটও দেওয়া হয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে হত-দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে খুশীতে মেতে উঠে। তারা জানান, রাত পোহালেই ঈদ নতুন কাপড় পেয়ে অনেক ভালো লাগছে। ঈদের দিন নতুন কাপড় পড়বো সবার সাথে অনেক আনন্দ করবো।
ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন বলেন, প্রতি বছরেই আজিজুর রহমান জনগণের পাশে থাকেন। কোরবানি ঈদে শতাধিক গরু জবাই করে মাংস বিতরণ থেকে শুরু করে মসজিদে সাবমারসিবল পাম্পসহ এমন কোনো সামাজিক কাজ বাকি নেই যা দ্বারা মানুষ উপকৃত হয়নি। আগামী দিনে কিশোরগঞ্জ - হোসেনপুর আসন থেকে আজিজুর রহমান পাশ করলে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করবেন বলে আশা করি।
প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই।
তিনি আরও বলেন, ৩০ বছর ধরে জার্মানি বাস করছি এবং প্রতি বছরেই সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতে জনগণকে সাথে কিশোরগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।