
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
ফরিদপুরে একসঙ্গে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:০১ পিএম

ফরিদপুরের নগরকান্দায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন জানান, নাফিজা ও নাজিফা তারা দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।