
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম
টেকনাফের গহীন পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান, অপহৃত ৫ জন উদ্ধার

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:১৪ পিএম

অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়েছে।
অপহরণের দুইদিন পর কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ অপহৃত ৫জনকে ড্রোনের সহযোগিতায় উদ্ধার করেছে র্যাব- ১৫ এর সদস্যরা।
উদ্ধার হওয়া পাঁচজন হলেন-টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটার মো শামসু আলম (৩৫), উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ জুবায়ের (৩৫), আলী জোহার (৫০), নজিম উল্লাহ (২০) এবং মোহাম্মদ সেলিম(২৬)।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড় থেকে অপহৃত পাচঁজনকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছের কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।
মেজর মো. নাজমুল ইসলাম বলেন, গত ৩জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়া যাওয়ার পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে একদল ডাকাত সিএনজিচালিত অটোরিকশাকে আটকে গাড়িচালকসহ ৫জনকে আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ে নিয়ে যায়। এই পাঁচজন অপহরণের খবর পেয়ে পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় টানা দুইদিন ড্রোনের সাহায্য অভিযান পরিচালনা করে অপহৃতদের শনাক্তের পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড় থেকে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। অপহৃতদের মানিব্যাগে থাকা অর্থও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জেনেছি, হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি এই সড়কে অপরাধপ্রবণতা বেশি এবং অপহরণে ঘটনা ঘটে যাচ্ছে। এ ঘটনাগুলোর সঙ্গে কিছু স্থানীয় ও রোহিঙ্গা অপহরণকারী চক্র জড়িত রয়েছেন। আমরা তাদের শিগগির আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।