Logo
Logo
×

সারাদেশ

বিশেষ অভিযানে আরও ১৫৫১ জন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

বিশেষ অভিযানে আরও ১৫৫১ জন গ্রেফতার

ছবি- সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫১ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত, ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৮৯ জন অন্যান্য অপরাধে গ্রেফতার হন।

বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি - মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সারা দেশে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। এই অভিযানে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।‘

অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, ৩০৩ রাইফেলের গুলির ৩০৩টি খালি খোসা, একটি কার্তুজের খালি খোসা এবং দুটি ধারালো ছুরি।

পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, ‘অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ মাঠে কাজ করছে। নিরাপদ সমাজ গঠনে নিয়মিত অভিযান চালানো হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন