BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৭ এএম

Swapno

সারাদেশ

আট দিন পর সেন্টমটিন নৌ-রুটে যান চলছে

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২০ পিএম

আট দিন পর সেন্টমটিন নৌ-রুটে যান চলছে

ছবি - সংগৃহীত

টানা আটদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমটিন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ৩টি ট্রলারে সেন্টমার্টিনে গেছে ৩ শতাধিক যাত্রী ও ২টি ট্রলারে বিভিন্ন ধরনের খাদ্য পণ্য বোঝাই ট্রলার সেন্টমার্টিন দ্বীপ গেছে। একই সঙ্গে ৬টি খালি সার্ভিস ট্রলারও দ্বীপে পৌঁছেছে। 

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার বিকাল তিনটার পর থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খালের ঘাট থেকে একে একে ১১টি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে তিনটি ট্রলারে ৩ শতাধিক যাত্রীর পাশাপাশি ২টি ট্রলারে খাদ্য পণ্য ও তরিতরকারি এবং আরও ৬টি খালি ট্রলারসহ সর্বমোট ১১টি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার দিকে সবগুলো ট্রলার নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন। 

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিকেলের দিকে যাত্রীবাহী এসবি মাওয়াত, এস বি ওসমান গনি ও এস বি সুমাইয়া ট্রলারে করে তিন শতাধিক যাত্রী এবং ২টি সার্ভিস ট্রলারে খাদ্য পণ্য তরি-তরকারি বোঝাইসহ বৈরি আবহাওয়ার কারণে টেকনাফে নিরাপদ আশ্রয় থাকা ছয়টি সার্ভিস ট্রলারসহ সর্বমোট ১১টি ট্রলার সেন্টমার্টিনে গেছে । এসময় অনেক যাত্রী ৮দিন পরে বাড়িতে ফিরতে পেরে টিকেট হাতে নিয়ে কেঁদে দিয়েছে।

ডেইলপাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, গত সোমবার থেকে টেকনাফে এসে আটকে পড়েছিলাম। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। পরিবার-পরিজন ছিল সেন্টমার্টিন আর আমি ছিলাম টেকনাফ। ধারণা করেছিলাম এবার কোরবানির ঈদে বাড়িতে যেতে পারব না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে আমিসহ দ্বীপের প্রায় ৩ শতাধিক বাসিন্দা ট্রলারের সেন্টমার্টিন যাচ্ছে। সবার চোখে মুখে আনন্দের চাপ দেখা যাচ্ছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান  উদ্দিন বলেন, সাগর বর্তমানে শান্ত থাকায় আজ মঙ্গলবার বিকেলের পর থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।

সর্বশেষ গত ২৫ মে সেন্টমার্টিনে পণ্য ভর্তি নৌযান গেছে। ওইদিন বিকেলে বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এরপর সোমবার পর্যন্ত  আট দিন নৌযান চলাচল বন্ধ ছিল। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সংকট দেখা দিয়েছিল দ্বীপে


টেকনাফ-সেন্টমটিন টানা আটদিন নৌযান চলাচল

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com