Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসা সেবা

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

বগুড়ায় সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসা সেবা

ছবি-যুগের চিন্তা

বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরলপুর বিদ্যালয় মাঠে স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যের চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী । মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিভিন্ন রোগে ভোগা ১৪৫৯ জন মানুষ চিকিৎসা গ্রহণ করেন। একই সঙ্গে তাদের মাঝে বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, নাক-কান-গলা, চোখ ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। চক্ষু বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে থেকে ৭ জনকে চোখের ছানির অপারেশনের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। তাঁদের পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনা মূল্যে অপারেশন করানো হবে।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন