
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ এএম
টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:৩৪ এএম

ছবি-সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় অপর একটি মাইক্রোবাস। তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টাাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই ছেলেসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে বাবা ও দুই ছেলে রয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।