
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৩ এএম
সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেপ্তার

বগুড়া অফিস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৯:৫৪ এএম

ছবি : সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম পটল সারিয়াকান্দি উপজেলার দারুনা গ্রামের বাসিন্দা। তিনি সারিয়াকান্দি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সাবেক সাংসদ আব্দুল মান্নানের ভাগিনা। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মফিজুল ইসলাম পটলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএস/