Logo
Logo
×

সারাদেশ

আ. লীগের সাবেক এমপির কারখানায় কুকি চিনের ইউনিফর্ম তৈরি, আটক ৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:১৮ এএম

আ. লীগের সাবেক এমপির কারখানায় কুকি চিনের ইউনিফর্ম তৈরি, আটক ৪

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার (২ জুন) রাতে চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত ওয়েল কম্পোজিট নিট লিমিটেডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক তারেকুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। তারেকুল ইসলাম সাবেক এমপি ছালামের ছোট ভাই এবং প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বে রয়েছেন। ওয়েল কম্পোজিট নিট ছালামের পারিবারিক ব্যবসা ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

বাকি তিনজন আটককৃত হলেন—কোম্পানির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম এবং মো. আতিকুর রহমান। পুলিশ জানায়, তারা সবাই কেএনএফের ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

এর আগে, ১৭ মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার একটি পোশাক কারখানা ‘রিংভো অ্যাপারেলস’ থেকে গোয়েন্দা পুলিশ ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে। এরপর ২৬ মে নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহভাজন ইউনিফর্ম এবং ২৭ মে পাহাড়তলী থানার ডিটি রোডের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়।

আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি ও ব্যবসায় সক্রিয়। তিনি আগে একাধিকবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ছিলেন এবং ২০২৪ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হন।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে কীভাবে একটি প্রতিষ্ঠিত কারখানা কেএনএফের মতো সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন