BETA VERSION বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৪০ এএম

Swapno

সারাদেশ

গরু চোরাচালান রোধে অভিযানে চোরাকারবারিদের হামলায় ৩ বিজিবি সদস্য আহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:৪৯ পিএম

গরু চোরাচালান রোধে অভিযানে চোরাকারবারিদের হামলায় ৩ বিজিবি সদস্য আহত

ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গরু চোরাচালান প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে চোরাকারবারিদের অতর্কিত হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক চোরাকারবারিও আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

১১ বিজিবির তথ্য মতে, সীমান্তবর্তী এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে মিয়ানমার থেকে গরু আনায় দীর্ঘদিন ধরেই কঠোর নজরদারি চালাচ্ছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন। এই অভিযানে ইতোমধ্যে প্রায় ১ হাজার অবৈধ গরু জব্দ করে ৯ কোটি টাকার সমপরিমাণ রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ছালামিপাড়ায় বিজিবির একটি টহল দল নিয়মিত অভিযানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি ও দুষ্কৃতিকারী দল দেশীয় অস্ত্র, লাঠি, ইট-পাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হঠাৎ এই হামলায় টহল দলের সদস্যরা আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা প্রথমে লাঠিচার্জ ও পরে একটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা পরে এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলার সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র—দা ও লাঠি উদ্ধার করেছে বিজিবি।

আহত বিজিবি সদস্যদের প্রাথমিকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চোরাকারবারিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস.কে.এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্তে গরু চোরাচালান দমন করতে গিয়ে আমাদের সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় গণমাধ্যমকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ গবাদিপশু ও অন্যান্য চোরাচালান রোধে আগামীতেও আরও কঠোর অবস্থান নেওয়া হবে। দেশের স্বার্থে সীমান্তে চোরাচালান প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না।

বান্দরবান

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com