
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:০৮ এএম
রংপুরে ইরানি দম্পতির ওপর হামলা ও ছিনতাই, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:২৮ পিএম

ছবি : সংগৃহীত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রমণে আসা দুই ইরানি নাগরিকের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, হাতঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ভুক্তভোগী দম্পতিকে উদ্ধার করে এবং ছিনতাইকৃত সামগ্রীসহ চারজন অভিযুক্তকে আটক করে।
সোমবার দুপুর ১২টার দিকে কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনি-রামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন।
তিনি জানান, উদ্ধার হওয়া ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে নিজেদের ড্রাইভে পথে বের হলে ভুলবশত তারা তারাগঞ্জ এলাকায় ঢুকে পড়েন। বিদেশি মুদ্রা থাকার কারণে পথ হারিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা না করে উল্টো হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
সেনাবাহিনীর তৎপরতায় দম্পতির মোবাইল ফোন, পাসপোর্ট, ডলার এবং হাতঘড়ি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার অভিযানের পর নিরাপত্তাবেষ্টিত গাড়িবহরের মাধ্যমে তাদের রংপুর শহরের একটি হোটেলে নিরাপদে পৌঁছে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে ক্যাম্প কমান্ডার সানিয়াত চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে যারা বিদেশি নাগরিকদের ওপর হামলা চালায় কিংবা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।”
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ইরানি দম্পতির সকল ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে এবং তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঘটনাটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গুরুত্ব পেয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপের জন্য প্রশংসিত হয়েছে।