Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে র‍্যাবের অভিযানে সন্ত্রাসী বাহিনী প্রধান আবছার অস্ত্রসহ গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:৫৭ পিএম

কক্সবাজারে র‍্যাবের অভিযানে সন্ত্রাসী বাহিনী প্রধান আবছার অস্ত্রসহ গ্রেপ্তার

সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছার

কক্সবাজার শহরে চালানো এক বিশেষ অভিযানে ২৩টি মামলার পলাতক আসামি এবং স্বঘোষিত সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, সোমবার বিকেলে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া নুরুল আবছার ওরফে আবছার (২৯) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ রশিদ ওরফে রশিদ ড্রাইভারের ছেলে। র‍্যাবের তথ্যমতে, আবছার দীর্ঘদিন ধরে নিজ নামে একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করে এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, অস্ত্রধারণ, ডাকাতিসহ নানা গুরুতর অভিযোগে ২৩টির বেশি মামলা রয়েছে। এসব মামলার সকলেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র‍্যাব সদস্যরা দক্ষিণ রুমালিয়ারছড়ায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আবছার পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ধারালো ছোরা এবং দুটি ব্ল্যাংক চেক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আবছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‍্যাব-১৫ এর এই সফল অভিযান শহরের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন