
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম
রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল চাপায় নিহত ১

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

ছবি : রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল চাপায় নিহত ১
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেয়াল চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার ভোরে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ৩ ইস্ট ব্লকের এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াস (২২) উখিয়ার ওই ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে এবং আহত কামাল উদ্দিন (১২) একই ক্যাম্পের বাসিন্দা।
তিনি বলেন, ২ নম্বর ক্যাম্পের পাশের একটি দেয়াল ধসে পড়লে দুই রোহিঙ্গা আহত হন। সেখান থেকে মোহাম্মদ আয়াসকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেওয়াল ধসে পড়লে মোহাম্মদ আয়াস (২২) ও কামাল উদ্দিন (১২) আহত হন। এসময় আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হলেও মোহাম্মদ আয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।
তিনি জানান, ওই দুই রোহিঙ্গা মিয়ানমার থেকে নতুন এসেছেন। দুইজনেই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থানরত ছিলেন। তারা এখনও নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক নিবন্ধন কার্ড পায়নি।