
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ এএম
নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:৫৫ পিএম

ছবি : যুগের চিন্তা
দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে' এ শ্লোগানে নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রবিবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। পরে দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা. মারুফ রিজভী তালুকদার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, নরসিংদীতে দুধের চাহিদার তুলনায় উৎপাদন বেশি। যার ফলে জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন দুগ্ধ প্রতিষ্ঠানে দুধ সরবরাহ করা হচ্ছে। নিরাপদ দুধ উৎপাদনে জেলা প্রাণিসম্পদ কাজ করছে। পাশাপাশি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।