
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম
রামুতে পরিত্যক্ত পুকুরে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে মোহাম্মদ ইয়ামিন (১৪) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে স্থানীয় পথচারীরা জয়নাল মিস্ত্রীর বাড়ির পাশের ওই পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন। নিহত ইয়ামিন ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিনের পুত্র। পরিবারের দাবি, শিশু ইয়ামিন মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত দুই দিন ধরে নিখোঁজ ছিল সে।
ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।