
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৬:২০ এএম
সেন্টমাটিনে রিসোর্টের গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

ছবি - সংগৃহীত
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নজরুল পাড়ায় নীল দিগন্ত রিসোর্টের মাটি ভরাট কাজে সৃষ্ট গর্তের পানিতে পড়ে মোহাম্মদ রায়হান স্বাদ (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন নজরুলপাড়ার নীল দিগন্ত রিসোর্টের গর্তে পড়ে শিশুটি মারা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।
মোহাম্মদ রায়হান স্বাদ সেন্টমার্টিন দ্বীপের নজরুলপাড়ার বাসিন্দা ও মুদির দোকানদার কেফায়েত উল্লাহ ছেলে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বাড়ির পাশে নীল দিগন্ত রিসোট নির্মাণ করার সময় ফসলি জমি থেকে মাটি ব্যবহার করা হয়। এরপর আর সেই গর্ত ভরাট না করার পাশাপাশি কোন ধরনের ঘেরা-বেড়া না দেওয়াই বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টির পাশাপাশি পানি জমে ভরাট হয়ে যায়। বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন শিশুরা মিলে খেলাধুলা করার একপর্যায়ে শিশু মোহাম্মদ রায়হান স্বাদ গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি এক পর্যায়ে মুর্মুষ অবস্থায় তাকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারি তাকে মৃত ঘোষণা করেন।
সেন্টমার্টিন ২০শয্যা হাসপাতালের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।