
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম
মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৪:১২ পিএম

ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিবিরহাট এলাকার ওছখালী নামক স্থানের মেঘনার তীর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এ নারী বিবিরহাট এলাকার বাসিন্দা নন। ধারণা করা হচ্ছে নিহত নারী হাতিয়ার ভাষানচরের রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন।
রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
"নদীতে ভেসে আসা ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ তার ঠিকানা শনাক্তে কাজ করছে। ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। তার মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে"।
উল্লেখ্য,শনিবার (৩১ মে) হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ৭ জন। নিখোঁজদের মধ্যে হাসিনা নামে একজন নারী ছিলেন বলে জানা গেছে।