
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৪২ এএম
আজ থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৪২ এএম

ছবি : সংগৃহীত
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে তিন মাসের জন্য সুন্দরবনের সব নদ-নদী খালে মাছ ও মধু আহরণ বন্ধসহ পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।
সুন্দরবনের বাংলাদেশ অংশে আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ২৪ মে থেকে জেলে, মৌয়াল ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের পাস দেওয়া বন্ধ করা হয়েছে। এতে জেলে, বনজীবী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সুন্দরবন ট্যুর অপারেটর আবদুল্লাহ বনি এ নিষেধাজ্ঞার সময় এক মাসে নামিয়ে আনার দাবি জানান।
ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, প্রতি বছরের ন্যায় এবারও বনে বাঘ হরিণসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে তিন মাস সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বন বিভাগ জানায়, আগামী ৩ মাস কোনো বনজীবীকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেওয়া হবে না। একইভাবে এ সময়ে কোনো পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিক মাছের সংখ্যা বৃদ্ধি পায়।
আরএস/