
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ এএম
সিলেটে গরুসহ দেড় কোটির বেশি মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:৫৮ এএম

ছবি : সংগৃহীত
সিলেট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটির বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ মে) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে তামাবিল, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য আটক করা হয়।
অভিযানে বিজিবি সদস্যরা ভারত থেকে চোরাই পথে আনা শাড়ি, গরু, ইনজেকশন, বিভিন্ন ধরনের ওষুধ (ট্যাবলেট ও জেল), জিরা এবং মদসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।