
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০১:৫৬ এএম
বৈষম্যবিরোধী আন্দোলন নেত্রীর ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:২৭ পিএম

ছবি : সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার প্রেক্ষাপটে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (৩১ মে) ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম গণমাধ্যমকে জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর থেকে নগরকান্দা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, শুক্রবার (৩০ মে) বিকালে ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে সড়কে প্রকাশ্যে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা। এর আগে তিনি নিজের ছোট বোনকে ইভটিজিং করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ করার পর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতে হামলা চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার সংগঠক শাহ মো. আরাফাত বলেন, "হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু স্থানীয় কিছু দুর্বৃত্ত আমাদের ওপরও হামলা চালায়। প্রশাসন তখনো উপস্থিত হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলেও তাদের আচরণ ছিল পুরোপুরি নিষ্ক্রিয়।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা যারা মাঠে জীবন ঝুঁকিতে ফেলে আন্দোলন করি, তাদের জন্য প্রশাসনের কোনও নিরাপত্তা নেই। অথচ কেন্দ্রীয় নেতারা নিরাপদে এসি গাড়ি আর পুলিশ প্রটোকলে ঘোরেন। আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত না করে আপনারা শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করছেন।"
ঘটনার পর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফোন করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরও জোরালো হচ্ছে।