
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:৪২ এএম
ঈদের আগে খড় ও ঘাসের চড়া দাম, চরম বিপাকে খামারিরা

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৩:৩৪ পিএম

ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে খড়ের দাম। গরুর অন্যতম প্রধান খাদ্য এই খড়ের দাম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন দ্বিগুণের বেশি। এছাড়া বৃষ্টির অজুহাতে ঘাসের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা।
রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, পুঠিয়াসহ বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি আঁটি খড় বিক্রি হচ্ছে ৬-৭ টাকায়। আর এক বান্ডিল ঘাস বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৮০ টাকা দরে। আগে ঈদের মৌসুমে ঘাস ও খড় বিক্রি হতো এর প্রায় অর্ধেক দামে।
বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতেই অতিবৃষ্টি হওয়ায় ধান সময়মতো ঘরে তোলা যায়নি। ফলে নতুন খড় তৈরি না হওয়ায় পুরোনো সংরক্ষিত খড়ের ওপর চাপ বেড়েছে। এতে করে সংকট তৈরি হয়েছে বাজারে।