
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
কুড়িগ্রামে আকাশসীমা লংঘন করে বিএসএফের উস্কানিমূলক ড্রোন নজরদারি

কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:৩৭ পিএম

কুড়িগ্রামে আকাশসীমা লংঘন করে বিএসএফের ড্রোন নজরদারির একাংশ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় ৫টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার এলাকাজুড়ে এই ড্রোনের উড়াউড়ি দেখে স্থানীয়রা। ভারতের উস্কানিমূলক আন্তর্জাতিক আইন লংঘন করে বাংলাদেশ অবৈধ পর্যবেক্ষণ কার্যক্রমের প্রতিকার চায় সীমান্তবাসী।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ থেকে রাত ১০টা পর্যন্ত রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ি ও বারবান্দা সীমান্তের গ্রামের উপরে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ড্রোনগুলো উড়ানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া।
ফিরোজ মিয়া বলেন, গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ মেইন পিলার দিয়ে আসামের ১৪ ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃপক্ষ পুশইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজদারি করছে। রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪-৫টি ড্রোন উড়ছিল। এ ছাড়া বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ।
সীমান্তের স্থানীয় বাসিন্দা উমর আলী বলেন, শুক্রবার রাতে ভারতের অবৈধ ড্রোন উড়াউড়িতে সীমান্তবর্তী এই গ্রামের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
এ বিষয়ে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুর ৩৫ বিজিবির জনৈক কর্মকর্তা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ড্রোন উড়িয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।