Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিডির ৬৮ বস্তা চালসহ ৪ ইউপি সদস্য আটক

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিডির ৬৮ বস্তা চালসহ ৪ ইউপি সদস্য আটক

বাঞ্ছারামপুরে ইউপি ৪ সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

আটক ইউপি সদস্যরা হলেন: দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।

জানা যায়, মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ পাঁচ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য ওইসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই ইউনিয়ন পরিষদের মেম্বারদের বাড়িতে আলাদা অভিযান চালায়। এতে চার ইউপি সদস্যদের বাড়ি থেকেই আলাদাভাবে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ইউপি সদস্যদের বাড়ি থেকে চাল উদ্ধার করেছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে শুক্রবার (৩০ মে) আদালতে পাঠানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন