BETA VERSION রবিবার, ০৬ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম

Swapno

সারাদেশ

চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র পাড়ে মানববন্ধন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৩৮ এএম

চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র পাড়ে মানববন্ধন

চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলা পাড়ের বিভিন্ন চর-দ্বীপচরে মানববন্ধন ও চরবাসীদের নিয়ে একের পর এক সংলাপ করে যাচ্ছে জেলা চর উন্নয়ন কমিটি। বিপুল সারা পাচ্ছে চরবাসীদের।  সাম্প্রতিক সময়ে ধরলা নদীর পারে গোড়কমন্ডল গ্রামে,দুধকুমার নদীর পারে কাজিয়ারচর গ্রামে,ব্রক্ষপুত্র নদের তীরর্বতী ঘুঘুমারীর চর গ্রামে, তিস্তা নদীর পারে বুড়িরহাট গ্রামে এবং  চিলমারী উপজেলার চর কড়াই বরিশাল গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ের এ কর্মসূচী পালান করে। এতে চরের শত শত নারী পুরুষ অংশ নেয়। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো নদী ভাঙ্গনরোধ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে  নিজেদের জীবন-মান উন্নয়নে মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান চরবাসীরা। 

এতে অংশ নেয় চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে গঠন করা চর উন্নয়ন জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশরাফুর হক রুবেল, সুপ্রিম কোর্টের ডিপুটি এটর্নি জেনারেল সাইফুল কবির সুমন এ্যাডভোকেট আজিজুর রহমান দুলুসহ অন্যান্যরা।

সংলাপে বন্যা, খড়া, নদী ভাঙ্গনে বিপর্যস্থ জীবনের কথা তুলে ধরেন চরবাসীরা। 

এ সময় চরবাসীদের জীবন-মান উন্নয়নে চর মন্ত্রণালয প্রতিষ্ঠার দাবিতে সকলকে এক সঙ্গে কাজ করার কথা জানান চর উন্নয়ন কমিটির নেতারা।

কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় সাড়ে ৪ শতাদিক চরাঞ্চলে বসবাস করছে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক মানুষ।

চর কড়াই বরিশাল গ্রামের আবদুল হাকিম ও আহাদ আলী জানান স্বাধীনতার ৫৩ বছর থেকে আমরা চরের মানুষ বৈষম্যের স্বীকার হয়ে আসছি। মেইনল্যান্ডের মানুষ যে সুবিধা পায় আমরা চরের মানুষরা তা সুবিধা পাই না। আমরা চরের মধ্যে কৃষি পণ্য আবাদ করি তা শহরে।নিয়ে যেতে পারি না। 

একই গ্রামের সেতারা বেগম জানান আমাদের দাবী আমরা চরের একটি মন্ত্রনালয় চাই। চরের নারীরা অবহেলিত। চরে যখনেএকজন গভর্বতী মা তার সন্তান প্রসব করতে যায় সে প্রসব যন্ত্রনা নিয়ে ছটফট করে। তখন ঐ অবস্থায় তাকে ৬ কিঃমিঃ নদী পথে দিয়ে যেয়ে উপজেলা শহরের স্বাস্থ্যকেন্দ্রে সেবা দেয়া হয়। 

এ্যাডভোকেট আজিজুর রহমান দুলু ও পিপি এ্যাডভোকেট বজলুর রশীদ জানান চরের সকল মানুষের উন্নয়নের জন্য সমস্যা ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেয়ার উদ্দেশ্য আর একটি চর মন্ত্রনালয় করা জরুরী। 

 জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক, শফিকুল ইসলাম বেবু, জানান বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে আমাদের কুড়িগ্রাম জেলা হচ্ছে সবচেয়ে গরীব জেলা। এখানে ২৪ লাখ লোক বাস করে। এর মধ্যে ১৮লাখ মানুষ দরিদ্র। হত দরিদ্র ১৪ লাখ মানুষ। তাই এখানে চর মন্ত্রালয় করা জরুরী।

কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা দাবি মানববন্ধন

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com