
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ এএম
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:১৭ এএম

ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের পাঠানো বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর ১টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬১/১৪-এস এর কাছাকাছি, বাংলাদেশের ভেতরে প্রায় ১০ গজ প্রবেশ করে পাঁচ নারী ও পাঁচ শিশুকে জোরপূর্বক প্রবেশ করিয়ে দেয় বিএসএফ। পরে তাদের মেহগনি বাগান এলাকা থেকে আটক করে বিজিবি সদস্যরা।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পাঁচ দিন আগে ভারতের গুজরাট রাজ্যে পুলিশের হাতে আটক হয়েছিলেন। সেখান থেকে ভারতীয় প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার রাতে কলকাতায় এনে সীমান্তে আনা হয়। রাত ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প থেকে সীমান্ত গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
একইদিন মাধবখালী বিওপির অধীন এলাকা থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মো. টুটল হোসেন টিটু (২৯) নামের এক যুবককে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৮/২-এস এলাকা থেকে তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪,৫০০ টাকা।
মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।