BETA VERSION মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

Swapno

সারাদেশ

সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম

সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছবি: যুগের চিন্তা

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চারআনি-মায়রামপুর সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মৃত্যুর ঝুঁকি নিয়েই সড়কটিতে চলছে যাত্রীবাহী যানবাহন। 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের চারআনি হতে উলুকান্দির মোড় পর্যন্ত সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে ভাঙা রাস্তা ভরাট করলেও অল্প সময়ের মধ্যে তা আবার ভেঙে যাচ্ছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলাকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসী ভাঙা সড়কের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। রাস্তা ভেঙে গর্তগুলো এতোটাই বড় হয়ে গেছে, সড়কে উপর দিয়ে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। তাছাড়া ভাঙা সড়কটিতে ঝুঁকিপূর্ণ অংশে কোনো ধরনের সতর্কতা সংকেত টাঙানো হয়নি। এর উপর দিয়ে যানবাহনে পারাপারের সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার আতংকে থাকেন। এছাড়া বিপাকে পড়ছেন রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ চলাচলকারী বাহনের যাত্রীরা।

স্থানীয়রা জানান, অনেক আগে ধারিয়ারচর - মায়রামপুর অংশে এই রাস্তাটি নির্মাণ করা হয়। প্রতিদিন মানিকপুর, চারআনি, উলুকান্দি, দোয়ানি, কাপাসকান্দি, মায়রামপুর সহ আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে শত শত মানুষ দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে রাতদিন চলাচল করছেন। সড়ক ভেঙে বেশকয়েটি গর্ত ও এক অংশ বসে যাওয়ার ফলে অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পরে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। তাই দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড়ধরনের দুর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় মুদি ব্যবসায়ী আঃ মালেক বলেন, বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে বর্তমানে অত্যান্ত ঝুঁকিপূর্ণ। এর উপর দিয়ে রাতদিন শত শত মানুষ যাতায়াত করছে। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তিনি দ্রুত সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন।

এই ভাঙ্গাচুরা সড়ক দিয়ে যাতায়াতকারী জাকারিয়া নামে এক ভ্যানচালক জানান, কয়েক বছর ধরে দেখছি এই ভাঙা রাস্তা। ভ্যানের চাকা গর্তে পড়ে কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়েছি। রাতে এই অংশ আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই সড়কে নতুন চলাচলকারীরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে প্রাণহানিও ঘটতে পারে! যদি বড়ধরনের কোনও দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কে দায় নেবে?

স্কুলপড়ুয়া তাসফিয়া আক্তার নামের এক শিক্ষার্থী জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাঙা সড়কের সৃষ্ট গর্তের অংশে পার হয়ে বিদ্যালয়ে আসতে যেতে হয়। 

স্থানীয় মেম্বার নজরুল ইসলাম বলেন, এক হাতে প্রাণ আরেক হাতে প্রয়োজন নিয়ে নিত্যদিন এই মরণফাঁদ রাস্তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়দিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে, যারা জানেই না এখানে ঝুঁকিপূর্ণ, তারাই বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাই।

রাস্তা মেরামতের বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর হোসেন জানান, রাস্তার জন্য সরকার থেকে প্রতিবছর আলাদা বরাদ্দ আসে। এবছর সেটি এখনো আসেনি। আসার পর যতদ্রুত সম্ভব মেরামত করে যাত্রীদের সমস্যা লাগব করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সড়ক মরণফাঁদ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com