
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
বগুড়ায় রাজমিস্ত্রিকে অপহরণ ঘটনায় গ্রেপ্তার ৩

বগুড়া অফিস:
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৬:২৯ পিএম

ছবি - যুগের চিন্তা
বগুড়ার গাবতলীতে মোবাইলে ডেকে নিয়ে এক রাজমিস্ত্রিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একদল যুবক। টাকা দেওয়ার পরও মুক্তি না পেয়ে পরে থানায় অভিযোগ করেন ভিকটিমের স্ত্রী। পুলিশের অভিযানে একদিন পর ওই রাজমিস্ত্রিকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত ব্যক্তির নাম জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলো- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)। শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেয় অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা পুলিশ
তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, ‘গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’