
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
টঙ্গীতে দেশি মদসহ আটক- ৯

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম

ছবি: যুগের চিন্তা
গাজীপুরের টঙ্গী বাজার মশলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সারে ৯টায় উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—জাদব বরমন, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ আরিফ, মোঃ শাহিন এবং মোঃ অপু। তাদের কাছ থেকে ১৫২ বোতল (প্রায় ৮০ লিটার) দেশীয় মদ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদকসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।