
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম
হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৩৩ পিএম

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টা থেকে হাটহাজারী ও রাউজান উপজেলার নদী অংশে এই ডিম ছাড়ার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।
ডিম ছাড়ার খবরে শত শত নৌকা নিয়ে নদীতে নেমেছেন ডিম সংগ্রহকারীরা। দুই তীরে জমেছে উৎসুক জনতার ভিড়। নদীর বিভিন্ন পয়েন্টে চলছে ডিম আহরণের উৎসবমুখর পরিবেশ।
প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর শুক্রবার ভোর ৪টায় জানান, হালদায় মা মাছ ডিম ছেড়েছে, প্রচুর ডিম পাওয়া যাচ্ছে। তিনি নদীতে নৌকা নিয়ে সক্রিয়ভাবে ডিম সংগ্রহ করছেন বলে জানান।
অধ্যাপক কিবরীয়া বলেন, সাধারণত অমাবস্যা বা পূর্ণিমা রাতে বজ্রসহ বৃষ্টির ফলে নদীতে ঢল নামলে মা মাছ ডিম ছাড়ে। এবারের প্রাকৃতিক পরিবেশ ডিম ছাড়ার জন্য অনুকূল হওয়ায় বৃহৎ আকারে এই প্রজনন প্রক্রিয়া শুরু হয়েছে।
হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মিঠাপানির মাছের প্রজনন ক্ষেত্র, যেখানে কার্প জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে। এই নদী ও এর প্রতিবেশ রক্ষার জন্য প্রশাসন ও গবেষকদের নজরদারিও রয়েছে।