
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:০৪ এএম
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাংচুর

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম

ছবি: সংগ্রহীত
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে জিএম কাদেরের বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাসহ ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে তারা।
জাতীয় পার্টি নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসভবন স্কাইভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাত পৌণে ৯টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল হাতে নিয়ে জিএম কাদেরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা ৩টি মোটরসাইকেল ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিলে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাইভিউতে ছুটে আসেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একটি বিয়ের দাওয়ার খাওয়ার জন্য রংপুরে এসেছিলেন। এটি খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা তার গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করে বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমরা কর্মসূচী দেব।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ বলেন, আমরা রাতে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রেসক্লাবে অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ করে মিছিল নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। আমরা রংপুরে সুষ্ঠু ধারার রাজনীতি করে আসছিলাশ। তারা যে আগুন জালিয়েছে তা নেভাতে পারবে না।
এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।