
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৪০ এএম
আগামী ২৮ জুন বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন

বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৭:৪২ পিএম

ছবি : আগামী ২৮ জুন বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন
বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সদস্য মতিউল ইসলাম সাদি, সদস্য হিসেবে রয়েছেন জহুরুল ইসলাম ও সাইফুল ইসলাম।
সভায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ মে, শুক্রবার সকাল ১১:৩০টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিংসহ অপসাংবাদিকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, মতিউল ইসলাম সাদি, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, রেজাউল হাসান রানু, গণেশ দাস, এফ শাহজাহান, এসএম আবু সাইদ, মমিনুর রশিদ সাইন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল ও আব্দুর রহিম।