
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম
রংপুরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমানের দাবিতে ডিসি অফিস ঘেরাও

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৩:১৯ পিএম

ছবি সংগৃহীত
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে ডিসি অফিস ঘেরাও করে।
তারা ডিসি অফিসের সামনে বসে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেয়।এ সময় শিক্ষার্থীরা বলেন, এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে নামলেও সরকার এ ব্যাপারে কোনো সমাধান দিচ্ছে না। সেজন্য আমরা ডিসির অফিসে সামনে বসে পড়েছি।
শিক্ষার্থীরা আরো বলেন, এইচএসসি পাশ করার পর তিন বছর কোর্স করে আমরা সনদ পাই এইচএসসি পাশের। আবু সাঈদের বাংলাদেশে এই বৈষম্য চলতে পারে না। তাদের দাবি দ্রুত ডিগ্রি সমমানের প্রজ্ঞাপন জারি করা হোক। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।