
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১০:২৬ এএম
বগুড়ার চকসূত্রাপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ১০

বগুড়া অফিস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:৫৩ এএম

ছবি : সংগৃহীত
বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনিতে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাত দেড়টার দিকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযান চলাকালে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে শতাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। এতে উদ্ধার করা হয় ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ধারালো দা, চাপাতি, চাকু, কুড়ালসহ ৩০টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা।
অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে কিশোর গ্যাংয়ের চার সদস্যও রয়েছে।
অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানি। তাঁরা জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়। অনেক বড় ব্যবসায়ী আগেই পালিয়ে গেলেও তালাবদ্ধ বাড়িগুলোতেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
আরএস/