
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম
লক্ষ্মীপুরে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:৫১ পিএম

ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে পরিচালিত এক অভিযানে ৮টি বেসরকারি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে অনিয়ম পাওয়ায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে করইতলা বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীনভাবে এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে সেবা কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স না থাকা, নবায়ন না করা, দক্ষ টেকনোলজিস্ট না থাকা ইত্যাদি নানা অনিয়ম ধরা পড়ে।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- হাই কেয়ার ল্যাব: লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা, ইনসাফ ল্যাব: দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করায় ৩০ হাজার টাকা জরিমানা, দেশ মা মাটি ডায়াগনস্টিক: লাইসেন্স নবায়ন না করায় ১০ হাজার টাকা জরিমানা, নিউ উপকূল ল্যাব: লাইসেন্স নবায়ন ও টেকনোলজিস্ট না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা, উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক: একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, লাইফ লাইন হাসপাতাল: লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা।
অপরদিকে, ইসলামিয়া ল্যাব ও গাইনি কেয়ার ল্যাব সঠিক লাইসেন্স ও নথিপত্র থাকার কারণে কোনো ধরনের অনিয়ম ধরা পড়েনি। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রশংসাও জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি করা হচ্ছে। অভিযানে ৬টি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে।”
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, “জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। লাইসেন্স ও সেবার মান নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ।”