
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম
আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠানে সম্মাননা পেলেন বগুড়ার মাহাবুব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:১৯ পিএম

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিভাগের হয়ে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বগুড়ার নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক মো. মাহাবুব হাসান সোহাগ।
প্রয়াত নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশের ছেলে মাহাবুব হাসান শিল্পচর্চায় পারিবারিক ঐতিহ্য ধারণ করে চলেছেন গত দুই দশকেরও বেশি সময় ধরে। একই সাথে তিনি বগুড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীট মডেল স্কুল এন্ড কলেজে নৃত্য শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
ঢাকা শিশু একাডেমির মিলনায়তনে 'নৃত্যাঙ্গন ঢাকা'র আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘর ও ছায়ানটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সারোয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, বিশিষ্ট নৃত্যশিল্পী সোহেল রহমান এবং ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের সভাপতি নাসর ইকবাল।
অনুষ্ঠানে দেশের ছয়টি বিভাগের নৃত্যাঙ্গনে অবদান রাখা গুণী নৃত্যশিল্পীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। রাজশাহী বিভাগের হয়ে সম্মাননা পান মাহাবুব হাসান সোহাগ। তিনি “আমরা ক’জন শিল্পী গোষ্ঠী”র হয়ে দীর্ঘদিন ধরে নৃত্য পরিবেশন ও প্রশিক্ষণে যুক্ত আছেন।
ঢাকা বিভাগের তামান্না তাবাসসুম মৌরী ও গোলাম মোস্তফা ববি, সিলেটের নীলাঞ্জনা জুই, খুলনার এনামুল হক বাচ্চু, বরিশালের মো. মুরাদ জামান এবং চট্টগ্রামের স্বপন বড়ুয়াকেও সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে একক ও দলীয় পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান। পুরো আয়োজনটি পরিচালনা করেন নৃত্যশিল্পী নুসরাত জাহান রুহি।
মাহাবুব হাসান বলেন, “বাবার হাতে নৃত্যের হাতেখড়ি। তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”