
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৫ এএম
কমলনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৫:২৮ পিএম

ছবি : কমলনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
লক্ষ্মীপুরের কমলনগরে "শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন" এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাহাত উজ জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার অব ডিসেজ কন্ট্রোল (এমওডিসি) ডা. সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জাহারা, ডা. ইয়াসমিন খান, ডা. শিপলু সরকার ও মেডিকেল অফিসার(আয়ুর্বেদিক) ডা.আবদুল হাকিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান বলেন, যদি আমরা পুষ্টিহীনতায় ভোগী, সুস্বাস্থ্যের অধিকারী না হই, তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো ফুটবল কোচও যদি আমারা এখানে আনি, এমনকি সবচেয়ে ভালো ফুটবল একাডেমিও তৈরি করি। তারপরেও দেখা যাবে- খেলোয়াররা মাঠে ৯০ মিনিট দম নিতে পারছে না। তাই ভালো খেলোয়াড় তৈরি হবেনা। তেমনি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার বানানোর জন্য একটি পুষ্টিকর ও সুস্বাস্থবান প্রজন্মের দরকার।
তিনি আরো বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষার্থীদের কে নিয়ে জাতীয় পর্যায়ে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, সেখানে লক্ষ্মীপুরের একটি টিম রানার্সআপ হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে- সেই প্রতিযোগিতায় অনেকেই আমাকে বলেছে যে,তোমার জেলার বাচ্চাগুলো প্রতিপক্ষের বাচ্চাদের তুলনায় দেখতে জীর্ণ শীর্ণ ও অপুষ্টি। এটা আমরা আর শুনতে চাইনা, দেখতেও চাইনা।
তিনি বলেন, একটি পুষ্টিকর ও সুস্বাস্থ্যের প্রজন্ম তৈরী করার জন্য সরকার কাজ করছে, তাই পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরতে এবং জনসচেতনতা তৈরি করতে সকলের সাথে সাংবাদিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: সোহেল রানা জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা তুলে ধরেন। নির্ধারিত বার্তাসমূহ হলো-
পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করা, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকা, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দেওয়া, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করে শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুসা কালিমুল্লাহ ও যুগ্ন আহবায়ক এহসান রিয়াজ ও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।