Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাত্রশিবির নেতা রুহানী হত্যা মামলার পলাতক আসামি পলাশ গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৩৩ পিএম

বগুড়ায় ছাত্রশিবির নেতা রুহানী হত্যা মামলার পলাতক আসামি পলাশ গ্রেপ্তার

পলাশ ইসলাম

বগুড়ায় বহুদিন ধরে পলাতক থাকা ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পলাশ ইসলাম (৩২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের নবাববাড়ি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়ার মৃত নুর আলম টুকুর ছেলে। তিনি রুহানী হত্যা মামলায় ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। একইসঙ্গে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিমুল হত্যা মামলারও সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গণমাধ্যমকে জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রশিবির নেতা আবু রুহানীকে নির্মমভাবে খুন করা হয়। ঘটনার পরপরই নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে, যা পরবর্তীতে তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পলাশ ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নবাববাড়ি রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৮ মে) তাকে আদালতে হাজির করা হবে।

এই গ্রেপ্তারকে কেন্দ্র করে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন