
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৭ এএম
রূপগঞ্জে ১ কিলোমিটার রাস্তায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:২১ পিএম

ছবি : সংগৃহীত
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” প্রকল্পের অংশ হিসেবে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এক কিলোমিটার রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রদূত হিসেবে পরিচিত।
জেলা প্রশাসনের সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাব কালারমার বিজ্র এলাকার পাকা রাস্তা থেকে খোকন মেম্বারের পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জেলা প্রশাসক নিজ হাতে একটি গাছ রোপণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় সড়কের দু’পাশে মোট ৩৯০টি গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর মধ্যে ছিল—সোনালু, নিম, অর্জুন, মেহগনি, আমড়া, পেয়ারা, কাঁঠাল, হরতকি এবং আম। এসব বৃক্ষ রোপণের মাধ্যমে এলাকা একদিকে যেমন সবুজ হয়ে উঠবে, তেমনি পরিবেশও হবে আরও স্বাস্থ্যকর ও মনোরম—এমনটাই আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক বলেন, “এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, বরং নাগরিকদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলার প্রয়াস।” তিনি এটিকে নারায়ণগঞ্জের টেকসই উন্নয়ন ও জনসম্পৃক্ত উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।