
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
চট্টগ্রামে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবনে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:০৪ এএম

চট্টগ্রামে সোমবার (২৬ মে) রাতভর ভারী বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা নাগরিক দুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে গেছে। অনেক এলাকায় সড়ক হাঁটুসমান পানিতে ডুবে গেছে, এমনকি নিচু এলাকায় বসবাসরতদের ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, পাঠানটুলী ও কাপাসগোলা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে গর্তে পড়ে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়া যেন চট্টগ্রামের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, নানা প্রকল্প ও কোটি কোটি টাকা ব্যয়ের পরেও এই সমস্যা থেকে কোনো মুক্তি মিলছে না।
বাকলিয়া এলাকার বাসিন্দা রোকসানা আক্তার বলেন, “বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লাও ঢুকে গেছে ঘরে। কিছু কাপড়চোপড় আর দরকারি জিনিস উঁচুতে তুলে রাখতে হয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে খুব সমস্যায় আছি।”
চকবাজারের ইকবাল হাসান বলেন, “ড্রেনেজ লাইন একেবারে বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। প্রায় প্রতিটি বৃষ্টিতেই আমাদের এলাকা পানিতে ডুবে যায়।”
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকার প্রায় ১৬ হাজার ৭৭১ কোটি টাকার চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পগুলোর আওতায় রয়েছে খাল পুনঃখনন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রেগুলেটর স্থাপন এবং নতুন সড়ক নির্মাণ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অনেক খাল-নালা এখনো উন্মুক্ত ও অব্যবস্থাপনায় রয়েছে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে প্রায়ই।
সব মিলিয়ে সাময়িক বর্ষণের ফলে এই জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের নতুন প্রমাণ হয়ে দেখা দিয়েছে, যেখানে সমাধানের পথ এখনও দৃশ্যমান নয়।