
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৭ এএম
বগুড়ায় বাঙালী নদী থেকে দিনমজুরের লাশ উদ্ধার

বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৮:০৫ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদী থেকে শাহজাহান আলী (৪৫) নামের এক দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান আলী নবীনগর গ্রামের রমজান আলীর ছেলে।
শাহজাহানের স্ত্রী করিমন বিবি জানান, তাঁর স্বামী পেশায় দিনমজুর। রোববার সকালে প্রতিদিনের মতো কাজে বের হয়ে শেরপুর উপজেলায় গিয়েছিলেন। সন্ধ্যায় মোবাইল ফোনে জানান, কাজ শেষে বাড়ির পথে রওনা হয়েছেন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
সোমবার বিকেলে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি শাহজাহান আলীর লাশ বলে শনাক্ত করে।
করিমন বিবির ধারণা, গামছা পরে নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে শাহজাহান মারা যেতে পারেন। তিনি বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। এটা একটা দুর্ঘটনা মনে হচ্ছে।”
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”