Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১২৬তম নজরুলজয়ন্তী পালন

Icon

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১০:৪৫ পিএম

বগুড়ায় ১২৬তম নজরুলজয়ন্তী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রোববার (১১ জ্যৈষ্ঠ, ২৫ মে) বিকেল ৫টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নব আনন্দে জাগো’ শিরোনামে এই আয়োজন করে ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।

সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল এবং পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং কবিপুত্র কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।

সাংস্কৃতিক পর্বে কবিতা, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। আবৃত্তিতে ছিলেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ এবং নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন