BETA VERSION রবিবার, ০৬ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

Swapno

সারাদেশ

নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১০:৩৯ পিএম

নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬

নরসিংদীর বেলাবতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা করা হয়েছে। ওই সময় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। এসময় ডিবি পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামী করে  ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামী করে বেলাব থানায় একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম।

নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান রবিবার সন্ধ্যায় ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার  সন্ধ্যা ৭টার দিকে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো হাসমত আলী।

মামলার আসামিরা হলেন, উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান রাজিয়া সুলতানা স্বপ্নার ছেলে সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের নিয়ত আলীর ছেলে মো. মজিবুর (৪০), মজিদ মিয়ার ছেলে ডা.আব্দুল জলিল (৪৫), মৃত আ. মালেক মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. শাহজাহান (৪০), পিতা অজ্ঞাত মো. ইকতিয়ার হোসেন (৩৮), ইদ্রিস মেম্বারের ছেলে সেন্টু মিয়া (৪২), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের হোসেন আলীর ছেলে ইব্রাহিম খলিল (৪৩) সহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন।

হামলায় আহত ডিবি পুলিশের উপপরিদর্শক ও মামলার বাদী আব্দুস সালাম বলেন, আমরা নিয়মিত  অভিযানে কাশিমনগর এলাকায় যাই। পরে একটি মসজিদে আমি সহ এসআই জসিম মাগরিবের নামাজ পড়ে বের হই। মসজিদ থেকে বের হওয়া মাত্র পারভেজ নামে একজন এসে জিজ্ঞেস করে আমরা কারা এবং এখানে কেন এসেছি। তখন আমরা আমাদের পরিচয় দেই। পরিচয় দেয়া মাত্র ডিবি পুলিশ এখানে কেন আসবে বলেই চিতকার করে লোকজন জড়ো করে তারা হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসুল্লি ও বেলাব থানা পুলিশের সহায়তায় আমরা স্থান ত্যাগ করে বেলাব হাসপাতালে চিকিৎসা নেই।

স্থানীয়রা জানান, ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে। চলে মাদকের রমরমা ব্যবসা। তাদের রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযান চালানো পুলিশের ওপর তারা হামলা চালিয়েছে।

নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান বলেন, ডিবি পুলিশের একটি দল বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর এলাকায় অভিযানে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা সুস্থ আছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে  কাজ করছে জেলা পুলিশ।

নরসিংদী ডিবি পুলিশ হামলা

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com