BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম

Swapno

সারাদেশ

লবণ উৎপাদনে ৬৪ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:৩৯ পিএম

লবণ উৎপাদনে ৬৪ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

লবণ উৎপাদনে ৬৪ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে বন্ধ হয়ে গেছে লবণ উৎপাদন। ফলে লক্ষ্যমাত্রা পূরণের আগেই শেষ হয়ে গেল লবণ উৎপাদন কার্যক্রম। বিসিক বলছে, চলতি মৌসুমে লবণ উৎপাদনের কার্যক্রম শেষ হয়েছে ১৭ মে। চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন। যা ৬৪ বছরের মধ্যে ২য় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে মোট লবণ উৎপাদন হয় ২৪ লাখ ৩৭ হাজার ৮৯০ মেট্রিক টন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের তথ্য মতে, কক্সবাজার সদর, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬৯ হাজার ১৯৮ একর জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছিল গত বছরের ৪ নভেম্বর থেকে। এসব জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৬ লাখ ১০ হাজার মেট্রিক টন। আর ১৭ মে পর্যন্ত মৌসুমের ৬ মাসে লবণ উৎপাদিত হয়েছে ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন। ১৮ মে থেকে লবণ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বিসিকের দেওয়া তথ্য মতে, বর্তমানে উপকূলে চাষিদের কাছে মজুত আছে এ মৌসুমে উৎপাদিত ১৪ লাখ মেট্রিক টনের বেশি লবণ। প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। এ ক্ষেত্রে প্রতি কেজির দাম পড়ে সাড়ে ৬ থেকে ৭ টাকা। যদিও বাজারে প্যাকেটজাত লবণের খুচরা মূল্য ৩০-৪৫ টাকা। প্রতি মণ লবণ উৎপাদনের বিপরীতে চাষিদের খরচ হয় ৩৫০ থেকে ৪০০ টাকার মতো। জেলায় প্রায় ৪১ হাজার ৩৫৫ জন প্রান্তিক চাষি, ১ লাখ শ্রমিকসহ অন্তত কয়েক লাখ মানুষ লবণ উৎপাদন, পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।

বিসিক কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল বলেন, চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ২২ লাখ ৫১ হাজার ৬৫১ মেট্রিক টন। আর ঘাটতি রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৩৪৯ মেট্রিক টন। কিন্তু ঘাটতি লবণ আমদানির কোন প্রয়োজন নেই। যেহেতু মাঠ পর্যায়ে চাষিদের হাতে ১৪ লাখ মেট্রিক টন লবণ অবিক্রীত অবস্থায় রয়েছে। যা দিয়ে আগামী ৭ থেকে ৮ মাস দেশের চাহিদা পূরণ করা সম্ভব। তারপর নভেম্বর কিংবা ডিসেম্বর থেকে ফের লবণ উৎপাদন শুরু হবে। তবে আশা করি, চলতি মৌসুমে লবণের দাম নিয়ে চাষিরা অনেক হতাশ ছিল। এখন বর্ষা মৌসুমে লবণের দাম আরও বাড়তে পারে।

২৪ মে বিকেলে কক্সবাজার সদরের খুরুশকুল উপকূলে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানিতে সয়লাব লবণের মাঠ। আগেই চাষিরা মাঠে বিছানো পলিথিন তুলে নিয়েছেন। আর গর্তে মজুদ করা লবণ কোন ধরণের পানি ঢুকেছে কিনা তা দেখছেন চাষিরা।

স্থানীয় চাষি নুরুল কবির বলেন, একবার বৃষ্টি হলে টানা সাত থেকে নয় দিন লবণ উৎপাদন বন্ধ থাকে। এবার এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসে মাঝে মাঝে বৃষ্টিপাতের কারণে লবণ উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে। যদি বৃষ্টিপাত না হতো আরও আনুমানিক ২০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করতে পারতাম। কিন্তু এবছর তো লবণের দাম নিয়ে খুবই হতাশ।

বিসিক লবণশিল্প উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, চলতি মৌসুমে ১৭ মে শেষ হয়েছে লবণ উৎপাদন। এপ্রিল মাসে ভালো আবহাওয়া পাওয়া গেলেও খরতা কারণে কিছুটা লবণ উৎপাদন কম হয়েছে। এরপর কয়েক দফায় বৃষ্টিপাতও হয়েছে। যার কারণে লবণ উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। চাষের জমি এবং চাষি বাড়ার পরও কাঙ্খিত লবণ উৎপাদন হয়নি কারণ লবণের দাম ছিল নিম্নমুখী। তাই অনেক চাষি মাঠে নামতে দেরি করেছে। আবার অনেকে দ্রুত মাঠ থেকে উঠে গেছে।

মো. ইদ্রিস আলী আরও বলেন, চলতি মৌসুমে লবণের দাম নিম্নমুখী হওয়ায় চাষিরা লবণ গর্তে মজুদ করে রেখেছে। এখন পর্যন্ত ১৪ লাখ মেট্রিক লবণ মাঠে চাষিরা মজুদ করে রেখেছে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে মাঠ পর্যায়ে জরিপ চালানো শেষ পর্যায়ে হয় তো দুই-একদিনের মধ্যে গর্তে, রাস্তার পাশে এবং মিলে কি পরিমাণ লবণ মজুদ রয়েছে তার পুরোপুরি তথ্য পাওয়া যাবে। আর মাঠ পর্যায়ে এখন লবণ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। তবে সামনের দিনগুলোতে লবণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

লবণ চাষ সাফল্য কক্সবাজার

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com