
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ১৫৩ জনকে পুশইন বিএসএফের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৫:০৬ পিএম

ছবি : সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (২৫ মে) ভোরে তাদের বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি নাগরিক। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে ৩২ জন, বড়লেখার লাতু বিওপিতে ৭৯ জন এবং পাল্লাথল বিওপিতে ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটকদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি মানবিক ও কূটনৈতিক বিষয়, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।